চরম বাগযুদ্ধ চলাকালেই তাইওয়ানের আকাশসীমায় রেকর্ড পরিমাণ যুদ্ধবিমান নিয়ে মহড়া চালালো চীন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
জানায়, তথাকথিত বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে সোমবার ২৫টি যুদ্ধবিমান ওড়ায় চীন। যারমাঝে ছিলো ১৮টি জঙ্গিবিমান, চারটি বোমারু বিমান এবং দুটি সাবমেরিন বিধ্বংসী এয়ারক্রাফট। মহড়াটি চলতি বছরের সবচেয়ে আক্রমণাত্মক এবং বিশাল পরিসরের বলেও আখ্যা দিয়েছে তাইওয়ান। স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটি নিয়ে শি জিনপিং সরকার ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে- যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পরপরই মহড়াটি চালালো চীন।
কারণ বরাবরই তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসাবে দেখে আসছে বেইজিং। তবে গণতান্ত্রিক তাইওয়ান নিজেকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।
Leave a reply