Site icon Jamuna Television

মুভমেন্ট পাসের জন্য মরিয়া সবাই, প্রথম ঘণ্টায় আবেদন সোয়া লাখ

কঠোর লকডাউন এর ভেতর যাদের বাইরে বের হওয়া বেশি প্রয়োজনে তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ। কিন্তু অতিরিক্ত ট্রাফিকের কারণে মুভমেন্ট পাসের ওয়েবসাইটে ঢোকাই যাচ্ছে না বলে জানান সাধারণ গ্রাহকরা।

মঙ্গলবার মুভমেন্ট পাস এর উদ্বোধনকালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ জানান, বিভিন্ন কারণে জরুরী কাজের জন্য বাইরে বের হওয়ার প্রয়োজন পড়ে। এর জন্য আমরা এই মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছি। কিন্তু অ্যাপ চালুর প্রথম ঘণ্টাতেই আবেদন পড়েছে সোয়া লাখ।

উল্লেখ্য মুভমেন্ট পাসধারী ব্যক্তি বাধামুক্তভাবে সড়কে চলাচল করতে পারবেন। তবে সবাই এই পাস পাচ্ছেন না। শুধুমাত্র জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের দেওয়া হবে এ পাস। ১৩ এপ্রিল মঙ্গলবার ‘মুভমেন্ট পাস অ্যাপ’ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মুভমেন্ট পাসের আবেদন করতে ক্লিক করুন।

Exit mobile version