লকডাউন নিয়ে সরকারের সঠিক কোন পরিকল্পনা নেই: ফখরুল

|

লকডাউন নিয়ে সরকারের সঠিক কোন পরিকল্পনা নেই: ফখরুল

সরকারের লকডাউন নিয়ে সঠিক কোন পরিকল্পনা না থাকায় বিষয়টি অকার্যকর হয়ে পড়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার মানুষকে নূন্যতম স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত করছে। মানুষ করোনার উপসর্গ নিয়ে নমুনা দিতে গেলেও পরীক্ষা করাতে পারছে না বলেও জানান তিনি। বলেন, দেশে করোনার আক্রান্তের হার বাড়ছে কিন্তু টেষ্ট না করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, একটি অপশক্তি সুপরিকল্পিতভাবে দেশের গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। একইসাথে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেশের মানুষের কষ্ট বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply