চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

|

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

দেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে রোজা শুরু।

এ প্রেক্ষিতে, আগামী ২৬ রমজান অর্থাৎ ৯ মে দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় ইসলামি ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুর হক খান।

মঙ্গলবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত তারাবি নামাজ শুরু হবে। তারাবি নামাজে ২০ জন একসাথে জামাত করে নামাজ পড়তে পারবেন। ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় ৪টা ১৫ মিনিট। বুধবার প্রথম রোজার ইফতারের সময় ৬টা ২৩ মিনিট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply