Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান রেসলার ‘দ্য রক’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান রেসলার 'দ্য রক'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। রেসলিং রিং-য়ের কল্যাণে যিনি ‘দ্য রক’ নামেই বেশি পরিচিত বিশ্বজুড়ে।

সোমবার এক টিভি সাক্ষাৎকারে রাজনীতিতে নামার ইঙ্গিত দেন, ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ তারকা। বলেন, দেশকে ঐক্যবদ্ধ করতে চান তিনি। মার্কিন জনগণের সমর্থন থাকলে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন। তবে কোন দলের হয়ে বা কবে নাগাদ নির্বাচনী রাজনীতিতে নামবেন-সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি ‘রক’।

গত সপ্তাহে এক অনলাইন জরিপে ৪৬ ভাগ মার্কিনী তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য সমর্থন জানান। রেসলিং থেকে হলিউডে এসে বাজিমাত করা ডোয়াইন জনসন কয়েক বছর আগেও রাজনীতির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। ৪৮ বছর বয়সী এ তারকা বর্তমানে হলিউডেনর অন্যতম অন্যতম বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতা।

Exit mobile version