আজ ভোর থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন

|

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভোর ৬টা থেকে শুরু হয়েছে আট দিনের সর্বাত্মক লকডাউন।

বুধবার সকাল থেকে রাজধানীতে চলছে না কোনো গণপরিবহন। তবে বেলা বাড়ার সাথে সাথে সড়কে মানুষের চলাচল কিছুটা বেড়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

অপ্রয়োজনে যান’সহ কিংবা হেটে বের হওয়া মানুষদের ফেরত পাঠাচ্ছে পুলিশ। তবে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের ছাড় দেয়া হচ্ছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।

লকডাউনের ৮ দিন সরকারি ও বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান-সংস্থা খোলা রয়েছে। খোলা থাকবে শিল্প-কারখানা। সীমিত পরিসরে দেয়া হবে ব্যাংকিং সেবা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply