শেষ আটের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের কাছে হেরেও সেমিফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। ঘরের মাঠে ১-০ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে শেষ চারে উঠলো ফরাসি চ্যাম্পিয়নরা।
অন্যদিকে ৭ বছর পর আসরের শেষ চার নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব চেলসি। প্রথম লেগে ঘরের মাঠে ৩-২ গোলে হেরেছিলো বায়ার্ন। তাই ফিরতি লেগে অন্তত ২-০ গোলের জয় দরকার ছিলো বর্তমান চ্যাম্পিয়নদের। কিন্তু নেইমার-এমবাপ্পেকে নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগ শুরু থেকেই চাপে রাখে বাভারিয়ানদের। তবে দুর্বল ফিনিশিংয়ে গোলের দেখা পাচ্ছিলো না স্বাগতিকরা। উল্টো ম্যাচের ৪০ মিনিটে পাল্টা আক্রমণে গোলের দেখা পায় বায়ার্ন। দারুণ হেডে স্কোরশিটে নাম তোলেন চুপো মোটিং।
বিরতির পর নেইমারের পর পর দু’টি আক্রমণ প্রতিহত হয় গোলপোস্টে। ৭৮ মিনিটে অফসাইডে বাতিল হয় এমবাপ্পের করা গোল। শেষ পর্যন্ত ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় পিএসজিকে।
ইউএইচ/
Leave a reply