লকডাউনের সময়ে বিশেষ ফ্লাইট চালুর কথা ভাবছে সরকার

|

লকডাউনের সময়ে স্পেশাল ফ্লাইট চালুর কথা ভাবছে সরকার

সৌদি আরব, ইউএই, ওমান, কাতার ও সিঙ্গাপুরের সাথে শীঘ্রই বিশেষ ফ্লাইট চালুর কথা ভাবছে সরকার।

লকডাউনের সময়ে বিদেশগামী কর্মীদের বিদেশে যাওয়া নিয়ে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে সভা হয়েছে। বুধবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, বিমানের এমডিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিস্তারিত ওয়ার্ক প্লান আগামীকাল নিশ্চিত করবে বলে জানা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply