এ সময়ে ক্রিকেট বিশ্বের সবচাইতে দাপুটে দুই ব্যাটারের নাম ভারতের ব্যাটিং কিং ভিরাট কোহলি আর পাকিস্তানের বাবর আজম। এই দুজন মিলেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটারের স্থান দখল করে রেখেছেন বেশ কিছুদিন হলো। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ স্থান বাবরের দখলে। এবার ভিরাট কোহলিকে সরিয়ে ওয়ানডে ক্রিকেটেও নিজেকে শীর্ষ স্থানে বসিয়েছেন এই পাকিস্তানি ব্যাটার।
২০১৭ সালে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিজের দখলে নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। আইসিসির প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে কোহলির রেটিং পয়েন্ট ছিলো ৮৫৭। অন্যদিকে বাবর আজমের রেটিং পয়েন্ট ৮৬৫।
৮২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রোহিত শর্মা। ৮০১ পয়েন্ট নিয়ে চারে কিউই ব্যাটার রস টেইলর। অ্যারন ফিঞ্চ পাঁচে, জনি বেয়ারস্টে ছয়ে ও ফখর জামান রয়েছেন আইসিসির র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে।
বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছেন মুশফিকুর রহীম। ৬৯৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছে ১৮-তম স্থানে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল রয়েছেন ২৩-তম স্থানে, সাকিব আল হাসানের অবস্থান ২৬।
Leave a reply