Site icon Jamuna Television

বাবরের ব্যাটে ভর করে ৯ উইকেটের বিশাল জয় পাকিস্তানের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাবর আজমের ব্যাটিং তান্ডবে ৯ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ২০৩ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে এইডেন মার্করাম করেন ৩১ বলে ৬৭। আর মিলান করেন ৪০ বলে ৫৫ রান। পাকিস্তানের হয়ে বল হাতে সর্বচ্চো ২ উইকেট নিয়েছেন মোহাম্মাদ নেওয়াজ।

দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাবর আজমের ব্যাটিং তান্ডবে মাত্র ১ উইকেটে হারিয়েই জয় তুলে নেয় পাকিস্তান। এই জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো তারা।

ব্যাট হাতে বাবর আজম করেছেন ৫৯ বলে ১২২ রান। দলের হয়ে ৭৩ রানে অপরাজিত ছিলো মোহাম্মাদ রেজওয়ান। দক্ষিণ আফ্রিকার পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন উইলিয়ানসন।

Exit mobile version