ভারতে ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি প্রাণহানি, শনাক্ত প্রায় দু’লাখ

|

ভারতে ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি প্রাণহানি, শনাক্ত প্রায় দু'লাখ

বিশ্বজুড়ে এক সপ্তাহের ব্যবধানে আবারও দিনে সাড়ে ১৩ হাজার মানুষের মৃত্যু ঘটলো- করোনাভাইরাসে। মোট প্রাণহানি ২৯ লাখ ৮৫ হাজারের মতো।

প্রকোপ মারাত্মক রূপ ধারণ করেছে ভারতে। দেশটিতে প্রথমবারের মতো দিনে, দু’লাখের কাছাকাছি মানুষের শরীরে মিললো ভাইরাসটি। প্রাণ হারিয়েছেন এক হাজার ৩৭ জন; যা সেপ্টেম্বরের পর রেকর্ড।

অবশ্য দৈনিক মৃত্যু তালিকায় এখনো শীর্ষে ব্রাজিল। বুধবারও ৩৪শ’র বেশি মানুষ মারা গেছেন লাতিন দেশটিতে। সংক্রমণ শনাক্ত ৭৬ হাজারের কাছাকাছি।

যুক্তরাষ্ট্রেও এদিন ৯০৯ জনের মৃত্যু হয় করোনায়, শনাক্ত ৭৮ হাজারের ওপর। একদিনে পোল্যান্ডে- ৮ শতাধিক, মেক্সিকোয় ৬শ’র মতো এবং ইতালি, জার্মানি ও ইউক্রেনে সাড়ে ৪শ মানুষ মারা গেছেন করোনায়।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৮ লাখের ওপর মানুষের শরীরে মিললো ভাইরাসটি। মোট সংক্রমিত ১৩ কোটি ৮৮ লাখের ওপর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply