সর্বাত্মক লকডাউনের মাঝেও আজ ব্যাংক খোলা। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত। তবে শাখায় গ্রাহকের খুব একটা চাপ নেই।
এর আগে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের অনুরোধে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত, সিটি কর্পোরেশন এলাকায় প্রতিটি শাখা একদিন পর পর খোলা থাকবে। একই ব্যবস্থা থাকবে উপজেলা পর্যায়ে। সেই ধারাবাহিকতায়, আজ ব্যাংকে কাজে যোগ দেন কর্মীরা। নির্দিষ্ট রোস্টারের আওতায় তারা সেবা দিচ্ছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিতের উদ্যোগ নেয়া হয়েছে। দরজায় গ্রাহককে তাপমাত্রা মেপে প্রবেশ করতে হচ্ছে।
তবে বৈদেশিক বাণিজ্য শাখায় নিয়মিত কার্যক্রম চলছে। দুপুর একটা পর্যন্ত লেনদেন চললেও অন্যান্য কার্যক্রম শেষ করতে আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।
Leave a reply