কঠোর লকডাউনে সরকারের নির্দেশনায় খোলা রয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার সব পোশাক কারখানা।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে স্ব স্ব কারখানায় যোগ দিয়ে উৎপাদন শুরু করে ওইসব কারখানার পোশাক শ্রমিকরা। কারখানার পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কারখানায় প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুয়ে তাপমাত্রা পরীক্ষার পর ভেতরে প্রবেশ করতে হয় শ্রমিকদের। বাধ্যতামূলক করা হয় মাস্ক।
তবে যে সব শ্রমিকরা কারখানার যানবাহন পায়নি, তারা পড়েছে চরম দুর্ভোগে। তারা তিন চাকার রিকশা-ভ্যান করে ছুটে চলতে দেখা গেছে। কেউ কেউ আবার পায়ে হেটেও ছুটছে গন্তব্যে। এদিকে স্বাস্থ্য সুরক্ষায় কারখানা গুলোর নেয়া পদক্ষেপে খুশি শ্রমিকরা।
Leave a reply