আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়

|

আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়

দেশের একাধিক স্থানে আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়। এ ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু এলাকায় বয়ে যাওয়া দাবদাহ অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড়ের পরিমাণ বাড়তে পারে।

কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলাসহ ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, শ্রীমঙ্গল, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply