ছিন্নপত্র প্রকাশনি থেকে প্রকাশিত হয়েছে মেহেদী শামীমের তৃতীয় গ্রন্থ ‘তল্পিতল্পার গল্প’। ২০১৪ সালে তার প্রথম কবিতার বই ‘বোধের ব্রেকিং নিউজ’ ত্রয়ী প্রকাশনী থেকে প্রকাশিত হয়। তারপরের বছর ২০১৫ সালে তাঁর সম্পাদিত রাজনৈতিক উপন্যাস ‘চলচ্চিত্রের নাম বাংলাদেশ’ প্রকাশিত হয় ত্রয়ী প্রকাশনী থেকেই।
দুই বছর বিরতির পরে ২০১৮ সালের অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে তার তৃতীয় বই ‘তল্পিতল্পার গল্প’। এই ছোট গল্পের বইতে আটটি ছোট গল্প নিয়ে সাজানো হয়েছে। প্রচ্ছদ করেছেন নাজমুল শামীম। মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮০টাকা। বইটি লিটল ম্যাগ প্রাঙ্গনের ৮নং স্টলে (দাগ) পাওয়া যাচ্ছে।
মেহেদী শামীম বইটির বিষয়ে জানতে চাইলে বলেন, ‘তল্পিতল্পার গল্প’ বইটির গল্পের চরিত্রগুলো মানবিক শরীর অথবা মানুষের শরীরের তফাৎ খোঁজার চেষ্টা করেছে। প্রতিটি গল্পই কখনো প্রশ্ন হয়েছে আবার কখন উত্তর হয়েছে কৌতূহলি মানুষের। গল্পগুলো নির্মাণ করেছে নৈসর্গিক বাস্তবতা অথবা মানুষের অন্তরে নির্মিত কল্পিত-বাস্তবতা। গল্পের চরিত্রগুলোর মধ্যে রয়েছে পক্ষপাতিত্ব, রয়েছে নিজস্ব মতবাদ অথবা রয়েছে নির্বাক আচরণ।
লেখক মেহেদী শামীম লেখালিখির পাশাপাশি একটি বেসরকারি রেডিও এর সিনিয়র ক্রিয়েটিভ প্রোডিউসার ও কোঅর্ডিনেট হিসেবে কর্মরত।
Leave a reply