কুম্ভমেলাস্থল হরিদ্বারে নতুন করোনা আক্রান্ত ৫২৫ জন

|

কুম্ভমেলাস্থল ভারতের উত্তর উত্তরাখণ্ড রাজ্যের প্রাচীন শহর হরিদ্বারে গত বুধবার (১৪ এপ্রিল) ৫২৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়ালো।

এরই মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। এদের একজন কুম্ভমেলা সংশ্লিষ্ঠ একটি আখড়ার প্রধান সাধু। আয়োজন উপলক্ষে মেলায় হাজির হয়েছেন লাখো ভক্ত ও অনুসারী। কর্তৃপক্ষ বলছে, কুম্ভমেলার কারণে রাজ্যে কোভিডের হটস্পটে পরিণত হয়েছে হরিদ্বার। তবে সংক্রমণ বাড়লেও কুম্ভমেলার আয়োজন সংক্ষিপ্ত করা হবে না বলে জানিয়েছেন আয়োজকরা। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply