প্রশ্নফাঁসে জড়িত সন্দেহে রাজধানী থেকে ১৪ জন আটক

|

প্রশ্নফাঁসের সাথে জড়িত সন্দেহে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ল্যাপটপ, ২৩টি মোবাইল ও ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

দুপুরে, ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকার কথা অভিযুক্তরা স্বীকার করেছে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃতরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ পেজের এডমিন। এসএসসি পরীক্ষার্থীদের কাছে প্রশ্ন বিক্রির উদ্দেশ্যে সদস্য সংগ্রহ করতো। পরীক্ষার দিন সকালে একেক গ্রুপ থেকে একেক প্রশ্নের সেট সরবরাহ করতো। এসব প্রশ্ন ৫শ’ থেকে ২ হাজার টাকার বিক্রি করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এদিকে, নওগাঁ, দিনাজপুর, রাজশাহী, সিলেট, শেরপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রশ্নফাঁসের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply