সর্বোচ্চ দৈনিক সংক্রমণ শনাক্তের রেকর্ড গড়লো ভারত। ২৪ ঘণ্টায় দেশটির ২ লাখ ৩৫ হাজারের মতো মানুষের শরীরে মিললো করোনাভাইরাস। শুক্রবার মৃত্যুবরণ করেন ১৩শ’ ৩৮ জন। যা দেশটির মহামারির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি। গেলো বছরের জুনে, দু’হাজারের ওপর মৃত্যু দেখেছিলো ভারত।
সরকারি হিসাবে, শুক্রবার সর্বোচ্চ ৬৪ হাজারের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হয় মহারাষ্ট্রে। একদিনেই বাণিজ্যিক রাজধানীতে করোনার প্রকোপে হয় ৪শ’র মতো প্রাণহানি।
অন্যদিকে নয়াদিল্লিতে আরও সাড়ে ১৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। ভারতের রাজধানীতে দিনে সর্বোচ্চ ১৪১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। দিল্লি-মহারাষ্ট্রে জারি রয়েছে রাত্রিকালীন কারফিউ এবং সাপ্তাহিক লকডাউন।
ভারতে করোনায় মোট প্রাণহানি পৌনে ২ লাখ; সংক্রমিত এক কোটি ৪৫ লাখের ওপর।
Leave a reply