বাদ জোহর জানাজা শেষে কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীকে বনানী কবরস্থানে দাফন করা হবে জানিয়েছে তার ছেলে শাকের চিশতী।
এর আগে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল শুক্রবার দিবাগত রাত ১২.২০ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ জানান, কবরীকে ৮ তারিখে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসাও দেয়া হচ্ছিল। কিন্তু গতকাল দুপুরের পর অবস্থার অবনতি হয়। কুর্মিটোলার সিটি স্ক্যানে ফুসফুসের ৬৪ শতাংশ আক্রান্ত হয়েছিল। পরে তার দুটি ফুসফুস শতভাগ আক্রান্ত হলে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a reply