তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারালেন শিশুসহ কমপক্ষে ৪১ অভিবাসনপ্রত্যাশী। শুক্রবার যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে UNHCR এবং IOM।
জীবিত তিন আরোহীকে উদ্ধার করা গেলেও, এখনো অনেকে নিখোঁজ। তাদের সন্ধানে চলছে তল্লাশি। সাব-সাহারা আফ্রিকা থেকে রওনা হওয়া অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপে প্রবেশ করতে চেয়েছিলেন। গন্তব্য ছিলো ইতালির ল্যাম্পাডুসা।
গেলো মাসেও, ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারান ৩৯ জন।
আন্তর্জাতিক সেবা সংস্থা- IOM’র তথ্য অনুসারে, চলতি বছরই ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন ৪ শতাধিক অভিবাসনপ্রত্যাশী।
Leave a reply