কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের নীচে চাপা পরে মমির উদ্দিন (৪২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঝড়ের সময় বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি ইউক্যালিপটাস গাছের নিচে চাপা পরে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
উপজেলার হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএম আবুল হােসন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের শ্যামপুর কুমারপাড়া গ্রামের আব্দুল খালেকের পুত্র মমির উদ্দিন অনন্তপুর বাজার থেকে বাড়ি আসছিল। পথিমধ্যে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি ইউক্যালিপটাস গাছ ভেঙ্গে তাকে চাপা দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লােকজন মমির উদ্দিনকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। নিহত মমির উদ্দিন পেশায় একজন জেলে। সংসারে তার স্ত্রীসহ ৪ সন্তান রয়েছে।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈদুল ইসলাম জানান, হাসপাতাল নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, তাকে পারিবারিকভাব দাফন করা হয়েছে।
ইউএইচ/
Leave a reply