গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলীগ্রামের একটি সরকারি পুকুর খননের সময় দেড়শ বছরের পুরাতন কোটি টাকা মূল্যের একটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছে।
শনিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, উপজেলার আলীগ্রামের সরকারি পবনা পুকুর খননকালে কালো পাথরের তৈরি বিষ্ণুমূর্তি পাওয়া যায়।
পুকুরের পাহারাদার আলীগ্রামের শৈলেন চন্দ্রের ছেলে ভোলা মিয়া মূর্তিটি নিয়ে গোপনে প্রতিবেশী আমিরুল ইসলামের বাড়ির মাটির নিচে পুতে রাখেন। খবর পেয়ে শনিবার সকালে মূর্তিটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রায় ৮৩ কেজি ওজনের মূর্তিটি দেড়শ বছরের পুরাতন বলে ধারণা করা হচ্ছে। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় কোটি টাকার ওপরে।
রোববার আদালতের অনুমতি নিয়ে মূর্তিটি বগুড়ার মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে রাখা হবে।
Leave a reply