টাঙ্গাইলে রেজিস্ট্রেশনবিহীন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

|

টাঙ্গাইলে রেজিস্ট্রেশনবিহীন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার(১৮ এপ্রিল) বিকাল ৩ টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবস্থিত মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) প্রতিষ্ঠানের মালিককে রেজিস্ট্রেশনবিহীন ঔষধ (ট্যাবলেট) উৎপাদন করার অপরাধে মোবাইল কোর্ট ১ লক্ষ টাকা জরিমানা করে।

এ বিষয়ে টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান দল নিয়ে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) প্রতিষ্ঠানে অভিযান করি । আমরা দেখতে পাই রেজিস্ট্রেশনবিহীন ঔষধ (ট্যাবলেট) উৎপাদন করছে তারা । পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারায় অভিযুক্ত আসামী মো. জাহাঙ্গীর হোসেনকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা আদায় করি।

তিনি এসময় আরও বলেন, এ ধরনের অভিযান আমাদের সবসময়ই অব্যাহত থাকবে যাতে কেউ সহজে এধরনের অপরাধমূলক কাজ করতে না পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply