রোহিঙ্গা শিশুদের জন্য খাবার পাঠাচ্ছেন মেসুত ওজিল

|

পবিত্র রমজান উপলক্ষে রোহিঙ্গা শিশুদের খাদ্য সহায়তা দেবেন জার্মান ফুটবলার মেসুত ওজিল। তুরষ্কের এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পবিত্র রমজান মাসে দুস্থ ও অসহায় শিশুদের জন্য তার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১ লাখ ২০ হাজার ৭৭০ ডলার দান করেছেন ওজিল।

ওজিলের দান করা এই অর্থ খরচ করা হবে বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার ও খাবার কেনা বাবদ। যার একটি অংশ আসবে বাংলাদেশেও। ‘দ্য তার্কিশ রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ৭৫০টি খাবারের পার্সেল আসবে বাংলাদেশে থাকা রোহিঙ্গা মুসলিম শিশুদের হাতে।

এ ছাড়া তুরস্কে ২৮০০ জনের মাঝে তুলে দেওয়া হবে খাবার। পাশাপাশি ১ হাজার খাবারের প্যাকেট পাঠানো হবে ইন্দোনেশিয়ায়। ওজিলের পাঠানো ইফতারের খাবার সিরিয়ার ইদলিবে এবং সোমালিয়ার রাজধানী মোগাদিশুতেও পাঠানো হবে।

তুর্কিশ রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ডাক্তার ক্রেম কিনিক বলেন, অনেক বছর ধরে ওজিল বিভিন্ন দেশে হাজার হাজার শিশুর মুখে হাসি ফোটানোর কাজ করে চলেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply