চেক প্রজাতন্ত্রের ২০ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া। তাদেরকে নিজ দেশে ফেরত যাবার জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছে পুতিন প্রশাসন। একে পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে মস্কো।
একদিন আগেই, রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার করে চেক প্রজাতন্ত্র। তাদের অভিযোগ- ২০১৪ সালে দেশটির অস্ত্রাগারে ঘটানো বিস্ফোরণের সাথে যুক্ত ছিলো রাশিয়ার গোয়েন্দা সংস্থা। এ ব্যাপারে, সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নকেও জানিয়েছে দেশটি। একইসাথে বলেছে, রাশিয়ার দূতাবাস বন্ধের বিষয়টিও তারা খতিয়ে দেখছে।
এ সিদ্ধান্তের ক্ষোভ প্রকাশেই, চেক কূটনীতিকদের অবিলম্বে মস্কো ছাড়ার নির্দেশ দিলো পুতিন সরকার। গেলো সপ্তাহেই, নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলা এবং ইউক্রেনের বিষয়ে নাক গলানোর জন্য রাশিয়ার ৩০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
Leave a reply