চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা আবদুল মোরশেদ চৌধুরীর আত্মহননের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্ররোচনা দেয়ার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তার পরিবার।
রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যাংক কর্মকর্তার স্ত্রী ইশরাত জাহান অভিযোগ করেন, ব্যবসা করার জন্য ফুফাতো ভাই জাবেদ ইকবাল, পারভেজ ইকবাল ও সাকিবের কাছ থেকে ২৫ কোটি টাকা নিয়ে সুদ আসল ও লভ্যাংশ সহ ৩৮ কোটি টাকা পরিশোধ করেন মোরশেদ।
আরও ১২ কোটি টাকা দেয়ার জন্য এমপি পুত্র, ছাত্রলীগ নেতা ও পুলিশ কর্মকর্তার মাধ্যমে চাপ ও হুমকি দিচ্ছিল। এমনকি বাসায় হামলা করে পাসপোর্ট ছিনিয়ে নেয়। তাদের ক্রমাগত মানসিক নির্যাতন ও হুমকিই ব্যাংক কর্মকর্তা মোরশেদের আত্মহননের কারণ বলে দাবি করেন তার স্ত্রী।
Leave a reply