ইউরোপিয়ান সুপার লিগ থেকে নাম প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেছে ইংল্যান্ডের জায়ান্ট ৬ ক্লাবের সমর্থকরা। ব্যানার, পোস্টার নিয়ে বিক্ষোভের পাশাপাশি অ্যানফিল্ডে লিভারপুলের টিম বাস আটকে দেবার চেষ্টাও করেছে অলরেড ভক্তরা।
ইংলিশ লিগের ম্যাচে লিডস ইউনাইটেডকে আতিথ্য দেবার আগে যখন মাঠে প্রবেশ করছিলো লিভারপুলের টিম বাস, তখন ভক্তরা সেটি থামানোর চেষ্টা করে। ইউরোপিয়ান সুপার লিগে লিভারপুল যুক্ত হওয়ায় জানায় ক্ষোভ। লিভারপুল ক্লাবের মৃত্যু হয়েছে, এমন ব্যানারে ছেয়ে গেছে স্টেডিয়াম চত্বর। ইংল্যান্ডের অন্য ৫ ক্লাব আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি আর টটেনহ্যাম ভক্তরাও প্রতিবাদে মুখর। কেবল সমর্থকরা নয়, ক্ষোভ জানিয়েছেন একাধিক ফুটবলারও।
ইংলিশ গণমাধ্যম বলছে, ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষুব্ধ ফুটবলাররা সোমবার এক দফা বৈঠক করেছে ক্লাব কর্তৃপক্ষের সাথে।
Leave a reply