মেহেরপুরে লকডাউনের মধ্যেই দোকানপাট খুলে দেওয়ার দাবিতে পৃথক দু’টি স্থানে বিক্ষোভ করেছে বড়বাজার ও হোটেলবাজারের ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে বড়বাজার মোড়ে ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপুসহ ঐ এলাকার সকল ব্যবসায়ী।
এদিকে একই দাবিতে সকাল সাড়ে ১১টার দিকে হোটেলবাজার মোড়ে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।
এ সময় বক্তারা বলেন, রমজান মাস চলছে। সামনে ঈদ আসছে। ব্যবসায়ীরা ঋণ করে ব্যবসা শুরু করেছে কিন্তু লকডাউনের ফলে ক্রেতা বাজারে আসতে পারছে না। ব্যবসায়ীরাও দোকান খুলতে পারছে না। ফলে চরম লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা। দোকানপাট খুলে দেওয়ার নির্দেশনা না আসলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
Leave a reply