Site icon Jamuna Television

হেফাজতের প্রতি দুর্বলতা দেখানোর সুযোগ নেই: নানক

হেফাজতের প্রতি দুর্বলতা দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক।

মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগ আয়োজিত করোনা রোগীদের ফ্রি অক্সিজেন সেবা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নানক বলেন, যারা ধর্মের নামে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিপথে নিতে চান তারা মতলববাজ। তাদেরকে বরদাস্ত করা হবে না। হেফাজতকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম।

ইউএইচ/

Exit mobile version