কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে রাউল কাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়েছেন মিগুয়েল দিয়াজ ক্যানেল। এর ফলে দীর্ঘ ৬ দশক পর কাস্ত্রো পরিবারের বাইরে গেলো দেশটির কমিউনিস্ট পার্টির নেতৃত্ব।
সোমবার দলের কংগ্রেসে চূড়ান্ত হয় নতুন নেতৃত্ব। প্রত্যাশিতভাবেই কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি নির্বাচিত হন মিগুয়েল দিয়াজ। ৬০ বছর বয়সী এ নেতার কাছে ২০১৮ সালে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করেন রাউল।
রাষ্ট্রক্ষমতা ছাড়লেও দলীয় প্রধানের পদ নিজের কাছেই রেখেছিলেন ৮৯ বছর বয়সী নেতা রাউল কাস্ত্রো। শুক্রবার কংগ্রেস শুরুর প্রথম দিনে দলীয় নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। বিপ্লবের পর ১৯৫৯ সাল থেকে দেশ ও দলের নেতৃত্ব দেন ফিদেল কাস্ত্রো। ২০০৮ সালে বড় ভাইয়ের কাছ থেকে ক্ষমতা পান রাউল।
ইউএইচ/
Leave a reply