অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু

|

লকডাউনের মধ্যে বিশেষ ব্যবস্থায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
তবে কক্সবাজার রুট বন্ধ থাকবে।

মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

অপরদিকে চীনের সঙ্গে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।একই সঙ্গে এখন থেকে ৫ দেশের সঙ্গে ট্রানজিট হয়ে যাত্রীরা বিশ্বের অন্য যে কোনো দেশেও আসা-যাওয়া করতে পারবে। এই ক্ষেত্রে যথাযথ শর্ত এবং কোয়ারেন্টাইন নীতিমালা মানতে হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, লকডাউনে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন জেলা থেকে বিদেশ গমনেচ্ছুরা ঢাকায় আসতে পারছেন না। তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আসন খালি থাকলে সাধারণ যাত্রীরাও চলাচল করতে পারবেন।

তিনি বলেন, এখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর রুটে বিশেষ ফ্লাইটের মাধ্যমে প্রবাসীরা যাওয়া-আসা করতে পারছেন।

১৪ এপ্রিল অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট চলাচল বন্ধ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply