বগুড়া ব্যুরো:
বগুড়ার আদমদীঘিতে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়েছে ইউএনওর নিরাপত্তার দ্বায়িত্বে থাকা অস্ত্রধারী দুই আনসার সদস্য। এ ঘটনায় তোলপার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
স্থানীয়রা জানান, বালু মহাল দেখতে এসে চাঁপাপুর বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলছিলো ওই দুই আনসার সদস্য। সেই চাঁদাবাজির ছবি মোবাইলে ধারণ করছে, এমন সন্দেহে আব্দুর রাজ্জাক জেমস নামে এক ব্যবসায়ীকে আটক করে আনসার সদস্যরা। সেখান থেকে তুলে নিয়ে গিয়ে জেমসের ওপর নির্যাতন চালায়।
সিসি টিভির ফুটেজে ধরা পরে মারপিটের সেই দৃশ্য।
ব্যবসায়ী জেমস জানান, জেল-জরিমানার ভয় দেখিয়ে মোবাইল ফোন কেড়ে নেয় আনসাররা। পরে অনৈতিকভাবে অর্থ আদায় করে ছেড়ে দেয়া হয় তাকে।
এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইউএনও। তবে ঘটনায় সত্যতা স্বীকার করেছেন উপজেলা আনসার প্লাটুন কমান্ডার। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। ঘটনার সুষ্ঠ বিচার চেয়েছেন ব্যবসায়ী জেমস।
ইউএইচ/
Leave a reply