আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা শামীম আহমেদকে ছেড়ে দিয়েছে অপহরণকারীর। রাতে রাজধানীর মতিঝিল এলাকায় তাকে ছেড়ে দেয়া হয়। তবে অপহরণের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
গত ২৩ আগস্ট পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ের খুব কাছ থেকে তাকে তুলে নিয়ে যায় ডিবি পরিচয়ে একদল লোক। বায়তুল মোকাররম মসজিদের উল্টোদিকেই ‘খানা বাসমতি’ রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে আসছিলেন ব্যাংকার শামিম আহমেদ। আর এই রেস্টুরেন্টেই খাবার খাচ্ছিলেন ৮/৯ জনের একটি গ্রুপ। এসময় রেস্টুরেন্টের বাইরে অপেক্ষায় ছিলো সাদা রঙয়ের মাইক্রোবাস। সিসি ক্যামেরায় দেখা যায়, দুপুর ১টা ৪২ মিনিটে ফুটপাত দিয়ে হেটে আসা শামিমকে জোর করে তুলে নিচ্ছে রেস্টুরেন্ট খাবার খাওয়া ওই লোকগুলোই।
Leave a reply