কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ইয়াবা কারবারী নিহত হয়েছে। এ সময় ৮০ হাজার ইয়াবা, দেশি একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইব্রাহীম উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকা দিয়ে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশকালে টহলরত বিজিবি সদস্যদের ওপর গুলিবর্ষণ করে ইয়াবা কারবারীরা। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালালে ইয়াবা কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একজনের মরদেহ, ৮০ হাজার ইয়াবা, দেশি একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
Leave a reply