লিবিয়া উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ১২০ অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা- আইওএম (IOM)।
স্বেচ্ছাসেবী জাহাজ ‘এসওএস মেডিটারনিয়ান’- এর কাছে উদ্ধারের জরুরি বার্তা পৌঁছায়। জানানো হয়, লিবিয়া সমুদ্রসীমায় বিপদে পড়েছে অন্তত ৩টি রাবারের নৌযান। এখন পর্যন্ত ১০টি মরদেহ তীরে আনা সম্ভব হয়েছে। বাকিগুলো দুর্ঘটনাস্থলেই নৌযানগুলোর আশেপাশে ভাসছে- এমনটা জানান উদ্ধারকর্মীরা। সেসব উদ্ধারে চলছে তৎপরতা।
গেলো সপ্তাহেই, আফ্রিকা থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিলো নৌযানগুলো। পথে, দুর্ঘটনায় পড়েন অভিবাসনপ্রার্থীরা।
জাতিসংঘের হিসাব অনুসারে, চলতি বছরই সাড়ে তিনশোর বেশি মানুষ ভূমাধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন।
Leave a reply