মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, ১৩ করোনা রোগীর মৃত্যু

|

মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, ১৩ করোনা রোগীর মৃত্যু

মহারাষ্ট্রের ভিরারে কোভিড হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারালেন আইসিইউতে থাকা কমপক্ষে ১৩ রোগী। শুক্রবার ভোর ৩টা নাগাদ হয় দুর্ঘটনাটি।

এসময়- বিজয় বল্লভ হাসপাতালে ভর্তি ছিলেন কমপক্ষে ৯০ করোনা রোগী। ফায়ার ব্রিগেডের কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু পুরোপুরি ভস্মীভূত করোনা বিভাগ এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র। কাছাকাছি হাসপাতালগুলোয় সরিয়ে নেয়া হয়েছে বাকি রোগীদের।

মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানান, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে দেয়া হবে ক্ষতিপূরণ। বাকিদের চিকিৎসা যেনো বাধাগ্রস্ত না হয়- দেন সেই নির্দেশনাও।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং সাবেক মুখ্যমন্ত্রীও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

বুধবারই মহারাষ্ট্রের একটি হাসপাতালে অক্সিজেন সংকটে মৃত্যুবরণ করেন ২৪ করোনা রোগী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply