ইসলাম ধর্ম অবমাননার অপরাধে আলজেরিয়ার জনপ্রিয় লেখক সাঈদ জাবেলখিরের ৩ বছরের কারাদণ্ড শোনানো হলো। অবশ্য বৃহস্পতিবার, জামিনে ছাড়া পান তিনি।
আদালত চত্ত্বরেই ‘মুক্তচিন্তার স্বাধীনতার’ জন্য লড়াইয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ৫৩ বছরের লেখক। বলেন- উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।
সম্প্রতি তার ৩টি ফেসবুক পোস্টকে আপত্তিকর উল্লেখ করে মামলা ঠুকে দেন ৭ আইনজীবী এবং এক ঔপন্যাসিক।
জানুয়ারিতে পোস্ট করা লেখাগুলোয় সাঈদ বলেছেন, ঈদ-উল-আজহায় পশু কোরবানীর রেওয়াজ ইসলাম ধর্ম প্রতিষ্ঠারও বহু আগে থেকে চলছে। তার দাবি- এ বিষয়ে সুনির্দ্দিষ্ট কোন হাদিসের প্রমাণ নেই। একইসাথে কিছু মুসলিম সমাজে কম বয়সে মেয়েদের বিয়ের প্রচলনেরও নিন্দা জানান তিনি।
Leave a reply