নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে কোন্দল থামাতে গিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পিস্তল ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
সরকারি কাজে বাধা ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগ এনে আহত এএসআই মিকাইল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) গভীর রাতে মামলাটি দায়ের করেছেন।
মামলায় দিঘলিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ওহিদুর সরদারসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
লোহাগড়া থানাসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে লুটিয়া ও কুমড়ি গ্রামে গোষ্ঠীবিবাদ থামাতে গিয়ে একটি পক্ষের মাতব্বর দিঘলিয়া ইউপি আওয়ামীলীগের সভাপতি ওহিদুর সরদারের লোকজন লোহাগড়া থানার এএসআই মীর আলমগীর ও এএসআই মিকাইল হোসেনের ওপর হামলা চালিয়ে গুলিভর্তি একটি পিস্তল কেড়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুই পুলিশ কর্মকর্তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ঘটনার দু’ঘণ্টা পর একটি মসজিদের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
Leave a reply