পাঁচ বোলার থাকায় বেশ স্বস্তিতে রয়েছেন তাইজুল

|

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পাঁচ বোলার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। তবে পিচের যে কন্ডিশন সেখানে বোলাররা নিজের নামের বিচার ঠিকঠাক করতে পারবেন কি না সেটা নিয়ে চিন্তার ভাজ পরেছে টিম ম্যানেজমেন্টের কপালে। তার পরও পাঁচ বোলার নিয়ে মাঠে নাময় কিছুটা স্বস্তিতেই রয়েছেন টাইগার বোলাররা।

তৃতীয় দিনের খেলা শেষে তাইজুল ইসলাম বললেন, পাঁচ জন বোলার দলে থাকায় তাদের জন্য যে সুবিধা হচ্ছে তা হলো, তারা কিছুটা হলেও রেস্ট পাচ্ছেন। প্রচণ্ড গরমের মাঝে টানা বোলিং করাটা খুব কষ্টকর ব্যাপার। সেই সাথে দলের বোলিং আক্রমণে ভ্যারিয়েশন খুব সহজেই আনতে পারছেন দলের ক্যাপ্টেন।

এই ম্যাচে বহুদিন পর টেস্টে ফিরেছে তাসকিন আহমেদ। তাইজুলের কাছে প্রশ্ন ছিলো কেমন দেখলেন তাসকিনকে। তাইজুল বললেন, অনেকদিন পরে টেস্টে ফিরে তাসকিন বেশ ভালো বোলিং করেছে। বিশেষ করে রান চেক দিয়েছেন আর একটি উইকেট তো পেয়েছেনই। সবকিছু মিলে তাসকিনের ফেরাটা বেশ ভালোই হয়েছে।

পাল্লেকেলে প্রথম টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কার চাইতে ৩১২ রানে এগিয়ে থেকে মাঠে নামবে বাংলাদেশ। দলের বোলারদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ লঙ্কানদের অলআউট করা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply