রাজধানী থেকে নিখোঁজের একদিন পর সাংবাদিক সিয়াম সারোয়ার জামিলের খোঁজ মিলেছে।
গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশুলিয়ার নিরীবিলি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান স্থানীয়রা।
চিকিৎসকরা জানান তার শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অচেতন করে রাখা হয়েছিলো।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দিয়েছি। আমরা ধারণা করছি এটা আননৌন পয়েজনিং। উনি আমাদের বলেছেন যে উনাকে কিছু খাওয়ানো হয়েছে। কিন্তু কী খাওয়ানো হয়েছে বা নাকে কিছু দেওয়া হয়েছে কিনা তিনি সেটি বলতে পারছেন না। রোগী ভালো আছেন, রেসপন্স করছেন।
সিয়াম নেপালের একটি সংবাদমাধ্যমে বাংলাদেশ ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক এবং যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় আত্মীয়ের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। সিয়ামের সন্ধান চেয়ে তার স্ত্রী শারমিন সুলতানা গতকাল শুক্রবার তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
Leave a reply