প্যারিসে ছুরিকাঘাতে নারী পুলিশ কর্মকর্তা নিহত

|

প্যারিসে ছুরিকাঘাতে নারী পুলিশ কর্মকর্তা নিহত

ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ স্টেশনে হামলায় এক নারী সদস্য নিহত হয়েছেন। শুক্রবারের হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে পুলিশ বিভাগ।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় দুপুরে পুলিশ স্টেশনের প্রবেশপথে হয় এ হামলা। নিহত ৪৮ বছর বয়সী নারী পুলিশ সদস্যের গলায় ছুরিকাঘাত করে হামলাকারী।

এসময় হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তার সহকর্মীরা। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে মৃত্যু হয় ৩৬ বছরের হামলাকারীর। সে কয়েকবছর আগে তিউনিসিয়া থেকে ফ্রান্সে যায় বলে জানায় নিরাপত্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা বলছে, হামলার সময় ইসলামপন্থি স্লোগান দেয় সে। বিষয়টিকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত শুরু করেছে প্যারিস পুলিশ। মুসলিম অভিবাসীদের ওপর কড়া নজরদারির মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply