ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে

|

নিখোঁজের তিনদিন পর পাওয়া গেছে ইন্দোনেশিয়ার সাবমেরিনের ধ্বংসাবশেষ। দেশটির নৌবাহিনী বলছে, গভীর সাগরে ডুবে গেছে ‘কেআরআই- নাংগাল ফোর জিরো টু’ সাবমেরিনটি।

অক্সিজেনের মজুদ ফুরিয়ে যাওয়ায় ৫৩ নাবিকের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। শনিবার সকালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ডুবোজাহাজটিতে থাকা অক্সিজেন।

বুধবার বালি দ্বীপের কাছে টর্পেডো মহড়ার সময় নিখোঁজ হয় ৪৪ বছর পুরানো সাবমেরিনটি। সমুদ্রে দুই হাজার ফুট গভীরে চলাচলের সক্ষমতা ছিল এটির।

ধারণা করা হচ্ছে, তিন থেকে চার কিলোমিটার গভীরে তলিয়ে যাওয়ার পর আর উঠতে পারেনি ১৪শ’ টনের সাবমেরিনটি। নিখোঁজ যানটি উদ্ধারে ইন্দোনেশিয়াকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply