ম্যালেরিয়ার টিকা নিয়ে সুখবর দিলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

|

করোনা নিয়ে ডামাডোলের মধ্যে ম্যালেরিয়ার টিকা নিয়ে সুখবর দিলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। মশাবাহিত রোগটির বিরুদ্ধে ৭৭ শতাংশ পর্যন্ত কার্যকর বলে প্রমাণিত হয়েছে তাদের আর টোয়েন্টি ওয়ান ম্যাট্রিক্স এম ভ্যাকসিন।

আফ্রিকার বুরকিনা ফাসোর সাড়ে চারশ’ শিশুর ওপর চালানো ট্রায়ালের ভিত্তিতে দেয়া হয় এ ফলাফল।

গবেষক দলের প্রধান জানান, প্রথমবারের মতো ম্যালেরিয়া প্রতিরোধে কোনো টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাহিদা অনুযায়ী কার্যকারিতা দেখালো। যা অনেক বড় সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্বে প্রতি বছর প্রায় ৫ লাখ শিশুর মৃত্যু হয় ম্যালেরিয়ায়। চূড়ান্ত ট্রায়ালে আফ্রিকার ৫ মাস থেকে ৩ বছর বয়সী প্রায় ৪ হাজার ৮শ’ শিশুর ওপর প্রয়োগ করা হবে টিকাটি। কয়েক দশক ধরেই মশাবাহিত রোগটির কার্যকর টিকা আবিষ্কারের চেষ্টা করছেন গবেষকরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply