কক্সবাজারে মুক্তিযোদ্ধার পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে এক মুক্তিযোদ্ধা পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

আজ শনিবার বিকেলে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

শহরের বিমানবন্দর সড়কের ফিশারীঘাট এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আবুল কাশেমের পুত্র মোহাম্মদ আলমগীর জানান, এলাকার একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র প্রতিদিন তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে তার ব্যবসায় ভাগ দিতে হবে বলে জোড় করে। ব্যবসায়ী চাঁদাবাজদের দাবি না মানায় গত ১৮ এপ্রিল আলমগীরের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং মুক্তিযোদ্ধা আবুল কাশেম তার ক্যানসার আক্রান্ত স্ত্রী ও তার তিন ছেলেকে ব্যাপক মারধর করে আহত করে। বর্তমানে তারা সকলেই জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে পরিবারের অন্য সদস্যরা তাদের বাড়িতে অবরুদ্ধ অবস্থায় আছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় এ ঘটনায় সদর থানায় মামলা দিলেও পুলিশ মামলা নিচ্ছে না। সন্ত্রাসীরা এ সুযোগে তাদের পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply