ইনিংস ঘোষণা দিলো শ্রীলঙ্কা

|

অবশেষে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা দিলো শ্রীলঙ্কা। ৮ উইকেটে ৬৪৮ রান সংগ্রহের পর মধ্যাহ্নভোজ বিরতিতে যায় স্বাগতিকরা।

এরপর আর ব্যাট হাতে মাঠে ফেরেনি তারা। বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসের ব্যাট
করতে আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা।

প্রথম ইনিংসে ৫৪১ করে ইনিংস ঘোষণা করে টাইগাররা। ফলে দুই দলের প্রথম ইনিংস শেষে ১০৭ রানের লিড নিলো শ্রীলঙ্কা।

ইতোমধ্যে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৭ রান।

প্রথম ইনিংসের মতো ডাক মারেননি সাইফ। ৮ বল খেলে ১ রান করে আউট হয়েছেন তিনি। অন্যদিকে শান্ত আজ শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন।
তামিম ২৭ রান নিয়ে ব্যাট করছেন আর মুমিনুল খেলছেন ১ রান নিয়ে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply