শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের শেষ দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। ম্যাচের প্রথম ইনিংসে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬৪৮ রান তোলে স্বাগতিক শ্রীলঙ্কা।
জবাবে, ১০৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তামিম ইকবালের অপরাজিত ৭৪ আর মুমিনুল হকের ২৩ রানের ভর করে দুই উইকেটে ১০০ রান তুলতেই বৃষ্টি হানাদেয় ক্যান্ডিতে।
যার ফলে পঞ্চম দিনের খেলা আপাদত বন্ধ রয়েছে। আগের দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ফিরেছেন শূন্য রানে। আর সাইফ হাসান দ্বিতীয় ইনিংসেও নিজের সামর্থের প্রমান দিতে পারেননি তিনি।
Leave a reply