‘৩৩৩’ নম্বরে কল দিলেই বাসায় পৌঁছে যাবে খাবার: ত্রাণ প্রতিমন্ত্রী

|

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, কোনো মধ্যবিত্ত পরিবার যদি খাদ্য সঙ্কটে থাকেন তবে তিনি ‘৩৩৩’ নম্বরে কল দিলে তার বাসায় খাবার পৌঁছে যাবে।

রোববার দুপুরে সচিবালয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, লকডাউন ও ঈদ উপলক্ষে দেশের প্রান্তিক ও কর্মহীন মানুষদের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। বলেন, দুই হাত ভরে অসহায় মানুষদের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নগরীর কর্মহীন মানুষদের জন্য বরাদ্দ বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

লকডাউনের ব্যাপ্তি বিবেচনা করে দুস্থ ও কর্মহীনদের খাদ্য সহায়তা দেওয়ার কথাও বলেন ত্রাণ প্রতিমন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply