ভোলার লালমোহনে মা-মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ

|

ভোলার লালমোহনে হিন্দুধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দুই মা-মেয়ে। রোববার (২৫ এপ্রিল) ভোলার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এফিডেভিটের মাধ্যমে হিন্দুধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।

ধর্মান্তরিত হওয়ার আগে মায়ের নাম ছিলো কল্পনা রাণী দে ও মেয়ের নাম ছিলো জয়া রাণী দে। বর্তমানে মায়ের নাম বিবি ফাতেমা ও মেয়ের নাম বিবি আয়েশা। এদের বাড়ি লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মধ্য বাজারে।

সদ্য মুসলিম হওয়া নারী বিবি ফাতেমা বলেন, বিভিন্ন সময় মুসলিম নারীদের সাথে তার ওঠাবসা ছিলো। সেখান থেকে তিনি বুঝতে পারেন ইসলাম শান্তির ধর্ম, যার কারণে তিনি তার মেয়েসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্মে সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে দিন পার করতে সকলের কাছে দোয়া চেয়েছেন বিবি ফাতেমা।

এ ব্যাপারে পশ্চিম চরউমেদ ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই। আর যদি কেউ নিজ ইচ্ছায় মুসলিম হয়ে থাকে তাহলে সে সুন্দরভাবে ইসলাম ধর্ম পালন করবে এটাই আমরা প্রত্যাশা করি।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply