বাগদাদের হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৮২

|

ইরাকের রাজধানী বাগদাদে কোভিড হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। গত শনিবারের (২৪ এপ্রিল) ) দুর্ঘটনায় দগ্ধ আরও শতাধিক মানুষের চিকিৎসা চলছে।

রোববার (২৫ এপ্রিল) দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাধিমি। ভয়াবহ এ দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেন তিনি।

শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে বাগদাদের ইবনে খতিব হাসপাতালে হয় এ অগ্নিকাণ্ড। প্রতিরক্ষা বিভাগের প্রধান জানান, ইনটেনসিভ কেয়ার ইউনিটে হয় আগুনের সূত্রপাত। এসময় ৩০ জন রোগী ছিলেন আইসিইউতে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় অনেকের।

উদ্ধার তৎপরতার সময় অক্সিজেনসহ যন্ত্রপাতি সরিয়ে নেয়াতেও প্রাণ হারান কয়েকজন। জরুরি চিকিৎসা নিতে থাকা ১২০ রোগীকে সরানো হয় আশপাশের তিনটি হাসপাতালে। রাতভর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply