করোনা: ভারতকে ১৩৫ কোটি রুপি দিচ্ছে গুগল

|

জরুরি চিকিৎসা সেবার জন্য ভারতকে ১৩৫ কোটি রুপি দিচ্ছে গুগল। খবর হিন্দুস্থান টাইমসের।

ভারতে নিযুক্ত গুগলের প্রতিনিধি সঞ্জয় গুপ্তা বলেন, দুই দফায় এই টাকা ভারতীয়দের দেওয়া হবে। প্রথম দফার টাকা ক্ষতির সম্মুখীন পরিবারকে প্রতিদিনের খরচের জন্য দেওয়া হবে। দ্বিতীয় দফার টাকা দেওয়া হবে ইউনিসেফের মাধ্যমে। সেই টাকা জরুরি ভিত্তিতে অক্সিজেন এবং করোনা পরীক্ষার সামগ্রীসহ চিকিৎসার কাজে ব্যয় হবে।

ভারতের এই কঠিন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন গুগল ও অ্যালফ্যাবেটের সিইও সুন্দর পিচাই। এক টু্ইট বার্তায় তিনি বলেন, কোভিড-১৯ এর ক্রমাগত বেড়ে যাওয়ায় আমি অস্বস্তি বোধ করছি।

দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে বর্তমানে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জন। আর মারা গেছেন ২ হাজার ৮০৬ জন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply